ভ্রমণ // শাহিদা সুলতানা

https://www.facebook.com/shahida.sultana.14

সময় গড়াচ্ছে।

ফুরোচ্ছে জলের স্রোত,

ফুরোচ্ছে চাঁদের আলো

আর বেহাগের দ্রুতলয়।

 

আলোকিত স্ট্রীটে বিশাল জনস্রোত

উল্লাসে গুণছে নয় থেকে শূন্যের

অপেক্ষা স্টেশনগুলো,

অজানা নতুন অপেক্ষায়।

 

অথচ ফুরিয়ে যাচ্ছে

এই জোনাকি পোকার আলো,

এইসব মূর্ত ঘাসফুল,

এই আধচেনা চন্দন রাত্রির গন্ধ

আর এইসব মোমজ্বালা রেশম রেশম স্বপ্ন।

 

আমরা স্বপ্নের ঘর গড়ি

আবার নষ্টস্বপ্নের ঘরে চাবি এঁটে

ছুড়ে দিই বিরান গভীর সমুদ্রের বুকে।

তারপর?

কলম্বাসের জাহাজে

আবার সেই পুরনো একলা ভ্রমণ।


শাহিদা সুলতানা       শাহীদা

Innovation Specialist

Access to Information(a2i) Project

PMO at Bangladesh civil service