এখনও সে সময়টা আসেনি ।। অনুপম শেখর

এখনও সে সময়টা আসেনি।

অপেক্ষা করে আছি যেন বদ্ধভূমীর শকুনের মত।

এখনও সে সময়টা আসেনি।

সেই সময়টা এখনও আসেনি,

যে সময়টা আমার নিজের একান্ত ব্যক্তিগত।

দিন আসে দিন যায়।

রাত আসে ভোর হয়।

এভাবেই কেটে গেছে প্রায় আড়াইটা যুগ।

একই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে পৃথিবী।

দিনেদিনে তার কতটা বদলেছে রূপ!

তবু আজও সেই সময়টা আসেনি।

এইতো সেদিন হামাগুড়ি দিতাম।

আজ আমি দাড়াতে পারি আকাশে মাথা তুলে।

এই ব্যবধানটুকুতে আমার সেই সময়টা ছিল না।

আমি বসে আছি।

আমি অপেক্ষা করে রয়েছি,

যেমন বন্ধ দরজার ওপাশ থেকে সদ্যভুমিষ্ট সন্তানের

কান্নার স্বর শোনার জন্য অপেক্ষা করে থাকে পুরুষ।

সেই সময়টা আজও আসেনি,

যে সময়টা আমার নিজের।

একান্ত ব্যক্তিগত।

আমি অপেক্ষা করে আছি আমার সময়ের জন্য।

পথের পাশের চারাটি বৃক্ষ হল।

ডালপালা ছড়িয়ে, ফুলেফলে নিজেকে সাজিয়েছে সে।

এই ব্যবধানটুকুতেও আমার সে সময়টা ছিল না।

এখনও সে সময়টা আসেনি।

উঠোনে জমে থাকা বৃষ্টির জলটুকু শুকিয়ে গেছে।

কখন উড়ে গেছে শুকনো কদমের ডালে বসে থাকা একাকী কাক!

তবু সে সময়টা এখনও আসেনি।

আমি অপেক্ষা করে আছি।

হাইওয়ে ধরে ছুটে গেছে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক।

পাশেরবাড়ির একটি হাঁস আজ সকালে

তার প্রথম ডিমটি পেড়ে খুব চেচিয়েছিল ভীষণ যন্ত্রনায় আর আনন্দে।

কিন্তুু সেই সময়টা আসেনি।

এঁদোগ্রামে ঘুরছে বৈদ্যুতিক পাখা।

কিন্তুু আজও আমার সে সময়টা আসেনি।

হাতঘড়িটাতে লাগিয়েছি নতুন ব্যাটারি।

কিন্তুু আমার সমটুকু খুঁজে পেলাম না।

আমি অপেক্ষা করে আছি সেই সময়টার জন্য, যে সময়টা আসবে।

আমি অপেক্ষা করে আছি সেই সময়টার জন্য, যে সময়টা আসেনি।

আমি অপেক্ষা করে আছি সেই সময়টার জন্য,

যে সময়টা আমার আমার আমার।।


অনুপম শেখর

কবি ও কর্মী। বাগেরহাট