১
পাথর কেটে মধ্যে ফুল পেয়েছি,
ভেঙ্গেছে সব ভুল—
সেখানে বিহ্বল অবিরত এক জীবন,
প্রলম্বিত যৌবন, পাথরে সুরক্ষিত রয়।
নিষ্পাপ সরল আকার আকৃতি
এভাবে পাথর চীর অব্যয়।
২
নাম শুধু ভিন্ন
নদী সকল নিরবিচ্ছিন্ন,
তৃষ্ণা মেটে একইরূপে,
একই স্রোত একইভাবে বহমান
গভীরতা না জানলে অবগাহনে
কতটুকু মাপতে পারো তুমি তার?
৩
পোষ মেনে ছিলাম কিছুদিন,
খেতে হয়েছে, বেঁচে থাকতে হয়েছে,
মাঝে মাঝে আনন্দ-ফুর্তিও
কিছু হয়েছে সত্যি;
তাই বলে শিকারীর সাথে
কি বন্ধুত্ব হয় কখনো?
দিব্যেন্দু দ্বীপ