ফলোআপ নিউজ শুভানুধ্যায়ী ফোরাম থেকে প্রকাশিত হবে মাসিক বুলেটিন ‘সম্প্রিতী’। আজকে সংগঠনের কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে। পত্রিকাটি সংখ্যালঘু অধিকার সংরক্ষণ কমিটি-এর মুখপত্র হিসেবে প্রকাশিত হবে। পত্রিকায় জাতিগত এবং সাম্প্রদায়িক সম্প্রিতির নিদর্শন, এবং পাশাপাশি নিরাপরাধ মানুষের ওপর সংগঠিত জোরজবরদস্তির খবরগুলো প্রকাশিত হবে, প্রকাশিত হবে নারী নির্যাতনের খবরগুলিও।
পত্রিকাটি সম্প্রিতী এবং সৌহার্দের খবরগুলো গুরুত্বসহকারে প্রচার করবে।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য এবং সমন্বয়কারী, পত্রিকাটির উপদেষ্টা দিব্যেন্দু দ্বীপ বলেছেন, এ ধরনের একটি পত্রিকা খুব জরুরী, যদিও বর্তমান সরকার সন্ত্রাসী, দুর্নিতীবাজ এবং ঘাতক দালাল নির্মূলকরণে বদ্ধপরিকর, তারপরেও ফাঁকফোকড় থেকে যাচ্ছে, তাই আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। পত্রিকায় খবরগুলো প্রকাশিত হলে, আমরা আক্রান্তের পাশে দাঁড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কাজ করা অনেক সহজ হবে।