♣
পাথরেরও কান্না আছে,
গোপন শিরায় শিরায় দুঃখ আছে,
জানে না মানুষ,
জানো না প্রিয়তা তুমিও।
মাইকেল এঞ্জেলো জানে,
জানে এমন এক কবি।
♣
মৃত্যু এসে গুণগুণ করে
আমার কানে কানে,
মৃত্যু এসে দাবি করে
তার শ্রেষ্ঠত্ব,
নির্ভিক করে আমাকে
ভালোবাসতে চায় করুণ মৃত্যু!
জীবনের চেয়ে নাকি মহৎ,
জীবনের চেয়ে নাকি বিশাল সে,
মৃত্যুই নাকি একমাত্র ঈশ্বর!
আমি মানি না,
আমি বিশ্বাস করি না।
♣
আমি জানি
মাথার উপর বিশাল একটা আকাশ আছে,
যে কারো জন্য এটা শুধুই শূন্যতা।
এক সময় যার জন্য আমি যুদ্ধ করতাম,
আজকে আমি সমর্পিত হই,
আমি এখন এটা না করে পারি না।
♣
হয়ত পৃথিবীর অভ্যন্তরেও
এতটা কষ্ট বাসা বাধে না,
গলিত লাভা বেরিয়ে আসে ক্ষোভে।
আমারও কি এমন চিৎকার দিতে ইচ্ছে করে না?