Headlines

বাল-ছাল কইয়ো না, আগে বুইঝা লও // দিব্যেন্দু দ্বীপ

রাষ্ট্র সবার

শোনো মিয়ারা,
বাল-ছাল কইয়ো না,
আগে বুইঝা লও—
এই হত্যাকাণ্ডের মধ্যে
কথা আছে,
এই কথার মধ্যে রাজনীতি আছে,
এই রাজনীতির মধ্যে ধর্ম আছে।
শোনো মিয়ারা,
এর মধ্যে আরব আছে,
এর মধ্যে আরবীয় সম্রাজ্যবাদ আছে,
এর মধ্যে ভারত আছে,
এর মধ্যে ভারতীয় সম্রাজ্যবাদ আছে।
এর মধ্যে ইসলাম আছে,
এর মধ্যে হিন্দু আছে,
আরো গভীরে সভ্যতার সংকট আছে।
শোনো মিয়ারা,
লাফাইও না, শুইনা লও—
এর মধ্যে ‘বিজয়’ আছে,
ইসলামের ভারত বিজয় আছে,
এর মধ্যে আভিজাত্য আছে,
বর্ণপ্রথা, ভারতবর্ষের কোটি কোটি
নির্যাতীত মানুষের কণ্ঠস্বর আছে,
এর মধ্যে হিন্দুত্ববাদ আছে,
এর মধ্যে মুসলিম উম্মাহ আছে।
বাল-ছাল কইও না,
সত্যি কথা কও—
এসব আছে না?
সভ্যতার সংকট আছে না?
আবরার মরেছে না?
শালা, বাল-ছাল কও,
আজ
আবরার মরবে, আক্কাস মরবে
আবার শুবোধ মরবে, সুশীল মরবে,
মরবে না?
সভ্যতার সংকট আছে না?
এর মধ্যে হিন্দুত্ববাদ আছে না?
এর মধ্যে মুসলিম উম্মাহ আছে না?

আরো বাইড়া বাইড়ি করবা,

নাকি এইসব বালছাল ধর্মগুলারে

পগারে ফালাইবা?