আমি মুক্ত স্বাধীন যৌনতার পক্ষে // শেকস্ রাসেল

১. পুঁজিবাদ নারীদের জন্যও একটা বাজার তৈরি করেছে, সেটি যতটা না মর্যাদার তার চেয়ে অনেক বেশি পণ্য হবার।

২. পাপীয়া না হয় একটু বেশিই সুস্পষ্ট, আধুনিক শিক্ষিত নারী পুরুষের রূপটা বেশিরভাগ ক্ষেত্রে এমনই।

৩. আমি বাজি ধরে বলতে পারি— এই শিক্ষা এবং পদমর্যাদা মানুষকে মানুষ করেনি একটুও।

৪. নারীরাও পুরুষের মতো দুবৃত্ত হচ্ছে শিক্ষা-দিক্ষা এবং ক্ষমতা লাভের সাথে সাথে। আমার ভয় হয়— হয়ত আমরা একটা অমানুষের পৃথিবী পেয়ে গেছি মানুষের ছদ্মবেশে।

৫. বিজ্ঞান ও প্রযুক্তি পৃথিবীতে নানান সুবিধা এনেছে, একইসাথে বৈষম্যও বৃদ্ধি করেছে।

৬. সমতা এবং ন্যায্যতার পৃথিবী প্রতিষ্ঠার দাবীটি যারা করত, তাদের এক সময় হত্যা করা হত। দেখা গেল— হত্যা করলে তারা আরো প্রতিষ্ঠা পায়, এজন্য বর্তমানে তাদেরও খুশি করা হয়। যাদের খুশি করা সম্ভব হয় না, তাদের নাম হয় বিচ্ছিন্নতাবাদী, সমাজে দ্রুতই তারা পাগল আখ্যা পায়।  

৭. এটা এমনই এক যুগ— ভালোবাসার মানুষকেও ঠকাতে বাধ্য হয় মানুষ।

৮. আমি মুক্ত স্বাধীন যৌনতার পক্ষে, বিনা পয়শায় উত্তম বিনোদন এটা। বিধি নিষেধ নয়, প্রয়োজন যৌনশিক্ষা।

৯. নারীরা ভয় এবং অবিশ্বাসের কারণে পিছিয়ে যায়, নইলে পছন্দ হলে আগ্রহটা পুরুষের চেয়ে তাদের কম কিছু নয়। 

১০. মানুষ কিছু পেতে আসে, অস্থিরতায়ও আসে। বাধ্য না করলে দিতে কে কবে এসেছে?