১১ মার্চ ২০২০ তারিখে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো শাহরিয়ার কবির নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাকানের শান্তিযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী। উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্রের নির্মাতা লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, লেখক-অধ্যাপক জাফর ইকবাল, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আরোমা দত্ত এমপি, বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সভাপতিত্ব করেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
আসাদুজ্জামান খান
করোনা ভাইরাসের কারণে আমাদের প্রোগ্রামগুলো বাতিল করা হয়েছে, তাই শাহরিয়ার ভাইকে বলেছিলাম, না আসলে হয় না। উনি শুনলেন না। এখন ভাবছি— এসে খুব উপকৃত হয়েছি।
https://www.facebook.com/nirmulcommittee/videos/204152177491009/?t=0
জাফর ইকবাল
তিনি এত সুন্দর একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছেন, কিন্তু তার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে …
https://www.facebook.com/nirmulcommittee/videos/2292420334384860/?t=1
শামসুদ্দিন চৌধুরী মানিক
এটা সমস্ত পৃথিবীতে দেখানো দরকার …
https://www.facebook.com/nirmulcommittee/videos/201699677717364/?t=0
রোবায়েত ফেরদৌস
প্রামাণ্য চিত্রটির প্রসঙ্গ ধরে তিনি বলেন, চারজন হিন্দু এবং তিনজন মুসলামানকে যোগ করা যায় না। উভয়কে মানুষ হতে হয়, তখন বলা যায়— সাতজন মানুষ …
ফরিদা পারভীন
প্রামাণ্যচিত্রের প্রসঙ্গ ধরে তিনি বলেন আমরা মানুষকে মানুষ বলে গণ্য করছি না, আমরা মানুষকে অহেতুক হয়রানি করছি …
https://www.facebook.com/nirmulcommittee/videos/2762430120516501/?t=6
শ্যামলী নাসরিন চৌধুরী
এই নিয়ে ১৪টি প্রামাণ্যচিত্র বানালেন উনি। এগুলো সরকারিভাবে দেখানোর ব্যবস্থা করা দরকার।