* স্বামী-স্ত্রী
আমাদের দেশের স্বামী-স্ত্রীর প্রধান কাজ হচ্ছে একজন আরেকজনকে নানানভাবে নির্যাতন করা, মানসিক নির্যাতনই বেশি।
* মা-ছেলে
কোনো কোনো ছেলে-মেয়ে মাকে দেখেই না, কোনো কোনো ছেলে-মেয়ে আবার মাকেও একটা আই ফোন কিনে দিয়ে ভালবাসার তুমুল বহিঃপ্রকাশ ঘটাতে চায়, কিন্তু মায়ের ওর স্যালাইন লাগলে সেটিই ডামাডোলে বাদ পড়ে যায়।
মায়ের ভালবাসাটাও হয় মারাত্মক, পেটে ব্যাথায় কো কো করছি, তখন এক গ্লাস দুধ নিয়ে পিছনে ঘুরতে থাকে, যদি বলি দুধ খাব না, তখন সে বেজার, যদি বলি পেটে ব্যাথ্যা, তখন ভীষণ দুশ্চিন্তা। নেই, কোনো বোঝাপড়া নেই।
* ভাই-বোন
বিবাহিত হলে অলিখিত প্রতিযোগিতা। বোনের মনের মধ্যে সব সময় “তোর বউ তোর বউ” ভাব, বউয়ের মনের মধ্যে সব সময় “তোমার বোন তোমার বোন” ভাব।
* বন্ধু-বান্ধব
বিভিন্ন বৈষয়ির খবরাখবর, আরো কী করা যায়, আরো কিছু টাকা কীভাবে আয় করা যায়, কার চাকরি কেমন, এমনকি কার বউ কেমন।
* এমডি-অফিসার
অফিসের কোন এক সুন্দরী এমপ্লয়ি এমডির চেয়ে নবাগত অফিসারকে বেশি পাত্তা দিয়ে ফেলল, অথবা অফিসারকে এমডির চেয়ে বেশি স্মার্ট দেখাল, সমূহ বিপদ। ইচ্ছাকৃতভাবে আনস্মার্ট হয়ে থাকতে হবে। সেমিনারে বক্তব্য দিতে হবে খুব খারাপ করে, এমডির চেয়ে ভাল বক্তব্য দিলে বিপদ আছে, চাকরি থাকবে না।
* রিক্সালা-যাত্রী
রিক্সালা ভাবে- এইগুলোরে দিয়ে একদিন রিক্সা টা্নাইতে পারতাম, তাহলে বুঝতো মজাটা। যাত্রী ভাবে- রিক্সালাগুলো সব বজ্জাত হয়, দশ টাকার ভাড়া বিশ টাকা চায়।