জীবনের দামে বেঁচে থাকে ওরা,
এরা যৌবনের দামে জীবন সাজায়,
কবি তুমি কোন দিকে যাবে?
ভুলবে বর্বরের জৌলুস দেখে,
নাকি মানুষের আহ্বানে সাড়া দিবে?
কবি তুমি কোন দিকে যাবে?
তুমি কি অমানুষ মন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিবে,
নাকি একজন মানুষ মন্ত্রী জন্ম দিবে?
কবি তুমি কোন দিকে যাবে?
তুমি কি জৈবিক নেশার ঘোরে
পদাধিকারপ্রাপ্ত হীন-লম্পট পুরুষদের তৈরি
এসব নারীর পায়ে পায়ে ফুল দেবে,
নাকি কতিপয় মানবী খুঁজে পাবে?
কবি তুমি কোন দিকে যাবে?
তুমিও কি প্রিয়তার নেশায়
এমনই এক বিকট আস্তিক হবে,
নাকি আপন গৃহে আধ্যাত্মিক হবে?
কবি তুমি কোন দিকে যাবে?
কবিতা কি তোমার
শুধুই ভাবাবেগ, স্তাবকের জন্য স্তবক,
নাকি প্রকৃতি, প্রেম এবং সংগ্রাম?
কবি সত্যি তুমি কোন দিকে যাবে?
শেকস্ রাসেল
লন্ডন, যুক্তরাষ্ট্র