প্রত্যাবর্তন // মোহাম্মদ রফিকুল কাদের

জেল সুপার

চিরহরিৎ-এর কাছে যাবো

সবুজের নিবিড় আলিঙ্গনে সাথী যদি হতে চাও কেউ চলো,

জমেছে অনেক ময়লা মগজে—পারমানবিক আবর্জনা।

আবার প্রাগৈতিহাসিক সময়ের মতো

ছাদহীন হয়ে বৃষ্টির অবাধ জলে পরিশুদ্ধ হতে চাই,

অবাধ বর্ষণে ধুয়েমুছে সাফ হোক বিগতের যতো পাপ।

সভ্য সমাজের নাগরিক পরিচয় মুছে

ফিরে যাবো প্রকৃতির সন্তান হয়ে তারই কোলে

একটি বটের কাছে, একটি শিমুলের কাছে;

একটি হরিদ্রাভ গুল্মের কাছে জমে আছে আমার বহু ঋণ।

আজ এক একটি মানব মস্তিষ্ক যেনো সক্রিয় নিউক্লিয়ার রিএ্যাক্টর,

বাদলধারায় ধুতে চাই এক একটি এসব নিউরন।

ফুটো ওজোন লেয়ারের উত্তরাধিকারের দায় নিয়ে

চলো যাবো কোনো এক অরণ্যের পথে,

বপন করবো সন্তানের এক একটি বিশুদ্ধ হৃদপিণ্ড

এক একটি মেহগিনি, এক একটি দেবদারু, এক একটি পাইন,

চাষ করবো চিরহরিতের।

যে হাতে পুঁতে দিয়েছি পারমানবিক-পিরামিড লক্ষ বর্ষজীবী,

কোটি সন্তানের জীবন্ত সমাধি!

এবার নতজানু হবো একটি বৃক্ষের মূলে,

হিরন্ময় শ্যামালিমার পথ ধরে ফিরে যাবো

একটি ফুলের কাছে, একটি ফলের রাছে, একটি পাখির কাছে,

এদের সকলের কাছে জমেছে সহস্র জন্মের দেনা।

এখন আমার প্রতিদিনের আদ্যান্ত প্রার্থনা

যেন জন্মান্তরে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে হই উত্তরপুরুষের জীবনের নামান্তর।


Jail Super, Khulna
মোহাম্মদ রফিকুল কাদের, জেল সুপার, খুলনা