Headlines

গোপালগঞ্জের সাবেক জনবান্ধব ডিসি এবং প্রধানন্ত্রীর কার্যালয়ের (বর্তমানে প্রধান উপদেষ্টা) ডিজি শাহিদা সুলতানাকে ওএসডি

Shahida Sultana

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়) তিনজন মহাপরিচালককে (ডিজি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

যুগ্মসচিব পদমর্যাদার এ তিন কর্মকর্তা হলেন— সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. শহিদুল ইসলাম, শাহিদা সুলতানা এবং মোহাম্মদ আসাদুজ্জামান।

৯ সেপ্টেম্বর (২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শহিদুল ইসলাম টাঙ্গাইল এবং ঢাকার ডিসি ছিলেন। এরা তিনজনই বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তা।

গোপনসূত্রে খবর রয়েছে— সদ্য সাবেক শেখ হাসিনা সরকারের এ তিন কর্মকর্তার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অভিযোগ দায়েরের পরিকল্পনা রয়েছে।

একইসাথে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দুই গুরুত্বপূর্ণ জেলা গোপালগঞ্জ এবং ফরিদুপুরের ডিসি দম্পতি এবং বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যদায় কর্মরত উম্মে সালমা তানিজিয়া এবং মোখলেসুর রহমানের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে বর্তমান সরকার। উল্লেখ্য, পাসপোর্ট ও ইমিগ্রেশনে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করা তানজিয়া সালমা বর্তমানে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।