এ যেন চলচ্চিত্রের সেই বিখ্যাত ডায়লগের মতো— “মারবো এখানে, লাশ পড়বে শশ্মানে।”
দূরদূরান্ত থেকে রোগী আসছে, এমনকি পার্বত্য এলাকা থেকেও! রোগী টানার এক অসাধারণ ইতিহাস তিনি তৈরী করেছেন। কিন্তু চিকিৎসা নবডঙ্কা। চিকিৎসা দেবেন কী করে? তিনি তো স্টেশনে থাকেনই না। তিনি থাকেন প্রায় সময় ভারতে, কিন্তু তার নামে চিকিৎসা চলছে দেদারসে। বেশিরভাগই গরীব রোগী, বিভিন্ন জায়গা থেকে সময় এবং টাকা নষ্ট করে আসছেন, অবশেষে যার কাছে আসছেন, তিনি নেই। তিনি মহাজন, তার আছে অনেক জন। তাই তিনি না থাকলেও চিকিৎসা হচ্ছে তারই নামে। রয়েছে চিকিৎসা পদ্ধতি এবং এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন। রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার পদ্ধতিটিও অভিনব— যে রোগের জন্যই আসুক না কেন রোগীর কাছ থেকে প্রথমবার নেওয়া হয় ৩০০০ টাকা, এরপর প্রতিবার নেওয়া হয় ১৫০০ টাকা। বিভিন্ন জটিল রোগের রোগীরা তুকতাক এ চিকিৎসার দ্বারস্থ হয়ে অহেতুক কালক্ষেপণ করেন, টাকা নষ্ট করেন। আবার ছোটখাটো কিছু রোগের ক্ষেত্রে রোগীদের উপকার পাওয়ার কিছু ইতিহাসও রয়েছে।
…
দীর্ঘদিনের অনুসন্ধানের প্রেক্ষিতে প্রকৃত এবং পূর্ণাঙ্গ নিউজটি পড়তে ফলোআপ নিউজ-এ চোখ রাখুন। ফলোআপ নিউজ মূল সংবাদ প্রকাশ করার আগে সংবাদ-স্যাটায়ার প্রকাশ করে থাকে।