ফলোআপ নিউজ সাংবাদদাতা এবং সাংবাদিক —শব্দ দু’টির মধ্যে যে সুক্ষ্ম পার্থক্য রয়েছে, সে পথ ধরেই প্রতিনিধি নির্বাচন করতে আগ্রহী হয়েছে।
সংবাদদাতা প্রাথমিক তথ্য উপস্থাপন করবে, সাংবাদিক সে সূত্র ধরে অনুসন্ধানসাপেক্ষে সংবাদভাষ্য তৈরী করবে।
সংবাদদাতারা সবাই হবেন স্বেচ্ছাসেবী, আইনত কোনো বাধ্যবাধকতার সম্পর্ক পত্রিকার সাথে তাদের থাকবে না, কিন্তু তারাই হবেন পত্রিকাটির প্রাণ।
সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের নিয়মের বাধ্যবাধকতা থাকলেও সংবাদদাতা হতে পারবেন আগ্রহী যে কেউ। স্বেচ্ছাসেবী সংবাদদাতা হিসেবে একটি কার্ড পাবেন এবং পত্রিকার শুভানুধ্যায়ী ফোরামে যুক্ত হবেন। সংবাদদাতা হওয়ার জন্য শুধু আবেদন করতে হবে, জীবনবৃত্তান্ত পাঠানোর প্রয়োজন নেই। আবেদন করতে হবে হোয়াটসঅ্যাপে। +8801951440901
পত্রিকাটি মূলত দুই বাংলার সংবাদপত্র হিসেবে পরিগণিত হয়ে থাকে।
স্বেচ্ছাসেবী সংবাদদাতা হলেন, সংবাদ সংগ্রহের কাজে স্বেচ্ছায় অংশগ্রহণকারী ব্যক্তি। স্বেচ্ছাসেবী সংবাদদাতা, নিজের এলাকার খবর, ছবি, ভিডিও সংগ্রহ করে সংবাদ সংস্থাকে পাঠান।
সাংবাদিকতা হলো, বিভিন্ন ঘটনা, বিষয়, ধারণা, মানুষ, প্রকৃতি, পরিবেশ, সমাজ, রাষ্ট্র সম্পর্কিত প্রতিবেদন তৈরি করা এবং তা পরিবেশন করা।
স্বেচ্ছাসেবী সংবাদদাতা হিসেবে কাজ করার জন্য নিজের এলাকার খবর, ছবি, ভিডিও সংগ্রহ করে সংবাদ সংস্থাকে পাঠানো যেতে পারে।