মধ্যবিত্তের জন্য সহনীয় খরচে চিকিৎসাসেবা দিচ্ছে খুলনাস্থ গাজী মেডিকেল কলেজ হাসপাতাল

গাজী মিজানুর রহমান

বাংলাদেশের খুলনা শহরে বেসরকারি পর্যায়ে মানসম্মত চিকিৎসা সহনীয় খরচে দেওয়ার মতো মেডিকেল কলেজ হাসপাতাল একটিই আছে— গাজী মেডিকেল কলেজ হাসপাতাল।

গাজী মেডিকেল কলেজ খুলনা শহরে অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষাদানকারী একটি প্রতিষ্ঠান। বেসরকারি পর্যায়ের এই মেডিকেল কলেজটি ২০১১ সালে অনুমোদন লাভ করে। এখানে ৫ বছর মেয়াদী স্নাতক পর্যায়ের এম.বি.বি.এস শিক্ষাক্রম চালু রয়েছে। গাজী মেডিকেল কলেজে প্রতি বছর ৫০ থেকে ৬০ জন বাংলাদেশী শিক্ষার্থীর সাথে প্রায় সম সংখ্যক বিদেশী শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। বর্তমানে এখানে দুই শতাধিক ভারতীয় শিক্ষার্থী এবং নয় জন নেপালী শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

গাজী মেডিকেল কলেজে রয়েছে ৫০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল এবং সুবিশাল একাডেমিক ভবন। কলেজটি শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ। কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজী মিজানুর রহমান, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন মনোজ কে বোস।কলেজটি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল (এমসিআই) এবং নেপাল মেডিকেল কাউন্সিল (এনএমসি) দ্বারা অনুমোদিত হয়েছে।

খরচ
ক্ষেত্রবিশেষ এ মূল্যতালিকা পরিবর্তন হতে পারে। সহনীয় খরচে গাজী মেডিকেলে চিকিৎসাসেবায় রোগীদের সন্তুষ্টি রয়েছে। প্রতি বুধবার আউটডোর বিনামূল্যে রোগী দেখা হয়।