শুধু একটি মিলেই বিক্রি হয়েছে ২০ হাজার কেজি সরকারি বীজ

কৃষকের প্রাপ্য সরকারি সংরক্ষণাগারের বীজ বিক্রয় করা হয়েছে চিড়ার মিলে! এক মিলেই শত শত বস্তা! ২০২৩-এর বীজও আছে। খুলনার একটি চিড়ার মিলে ধান বজগুলো খালাস হতে দেখা যায়।

এ বিষয়ে বীজের ক্রেতা প্রতিষ্ঠান ‘মদিনা ফুড ইন্ডাস্ট্রিজ’-এর মালিকপক্ষ শাহাদাত হোসেন বলেন, আমরা ২০ টন (২০ হাজার কেজি) ধান বজ কিনেছি। এগুলো তিনি বরিশাল থেকে কিনেছেন বলে জানান। তবে কোন প্রতিষ্ঠান বা কার কাছ থেকে কিনেছেন, সে বিষয়ে কিছু বলেননি।

বীপ্রস (বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগ)-এর অতিরিক্ত মহাব্যবস্থাপক মোঃ মোশাব্বের হোসেন বলেন, আমার দায়িত্ব সংরক্ষণ, বিপণন না। আপনি বিপণন বিভাগে কথা বলেন।

বিএডিসি, খুলনা (বিভাগীয় বীজ বিপণন)-এর যুগ্ম পরিচালক একেএম কামরুজ্জামানকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। এরপর কথা হয় প্রশাসনিক কর্মকর্তা শুভেন্দু ভূষণ বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, স্যার (যুগ্ম পরিচালক একেএম কামরুজ্জামান) ইতেকাফে আছেন। ঈদের আগে স্যারের সাথে কথা বলার সুযোগ নেই। তিনি ছুটিতে আছেন কিনা জানতে চাইলে শুভেন্দু বলেন, তিনি ছুটিতে আছেন।