পরিযায়ী পাখির মতো
মানুষ হারিয়ে যায়
প্রকৃতির কোলে,
আবার আমরা বেঁচে থাকি
প্রিয়জনের মৃত্যু ভুলে।
২৮ মার্চ (২০২৫) কুমিল্লায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘৭১-রনাঙ্গনের এই মুক্তিযোদ্ধা। ক্যান্সারে আক্রান্ত হয়ে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবার বিদেশে থাকলেও দেশে তিনি দ্রোহের এবং নিঃসঙ্গ জীবনযাপন করতেন।

বিসিএস-৮৪ ব্যাচের কর্মকর্তা ছিলেন তিনি। চাকরি থেকে ইস্তফা দিয়ে কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। পরিবার যুক্তরাষ্ট্রে থেকে গেলেও তিনি দেশে ফিরে আসেন।
লেখালেখি করতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন।