বিশেষ শিশুদের স্বনির্ভর এবং দক্ষ করে তুলতে প্রত্যেকটি শিশুর জন্য পৃথক পৃথক প্রোফাইল এবং চাহিদামাফিক প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে REcNU। প্রথমত, এ ধরনের শিশুদের দু’ভাগে ভাগ করা হচ্ছে— ডিজএবল এবং ডিফারেন্টলি এবল। বিশেষ (ডিফারেন্টলি এবল) শিশুদের Level-1, Level-2 এবং Level-3 ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। এরপর চাহিদামাফিক দেওয়া হবে চিকিৎসা এবং প্রশিক্ষণ। ডিজএবলদের জন্য REcNU সাধমতো বেঁচে থাকার রসদ সরবরাহ করবে।
Level-1-দেরকে আবার দুইভাগ ভাগ করা হচ্ছে— এইসএফসি (হাই ফাংসনিং চিলড্রেন) এবং ওপিসি (অনলি ফিজিক্যালি চ্যালেঞ্জড্)। ওপিসি-দের বিশেষ ধরনের ট্রূাই সাইকেল প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারা নিজেরাই স্কুলে এবং ট্রনিং সেন্টারে যেতে পারে।

নমূনা হিসেবে এ ধরনের শিশুদের জন্য একটি ট্রাই সাইকেল প্রদান করেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আলম। তিনি খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক। তিনি বলেন, সবাই যে যার সাধ্যমতো এগিয়ে আসলে এবং সম্মিলিতভাবে চেষ্টা করলে এ ধরনের শিশুদের জন্য অনেক কিছু করা সম্ভব। জনাব শহীদুল আলমের পক্ষ থেকে RRcNU-এর কাছে ট্রাইসাইকেলটি হস্তান্তর করেন তার ব্যক্তিগত সহকারী জসিমউদদীন।