বিড়ি খায় পুরুষ বানায় নারী

আকিজ বিড়ি

সমাজের প্রান্তিকতম মহিলারা বিড়ি শ্রমিক হিসেবে উদয়াস্ত হাড়ভাঙা পরিশ্রম করে চলেছেন। বিনিময়ে মজুরির নামে যা মিলছে, তাকে পরিহাস ছাড়া কিছু বলা যায় না। পেশার দায়ে লাগাতার গুঁড়ো তামাকের মশলার সংস্পর্শে থেকে তাদের প্রজননসহ সামগ্রিক স্বাস্থ্যই চরম বিপন্ন হয়ে উঠেছে। অনেকক্ষেত্রে তাদের সাথে তাদের সাথে সন্তানেরাও পড়ে যাচ্ছে স্বাস্থ্যঝুঁকিতে।

ফলোআপ নিউজ কুষ্টিয়া, লালমনিরহাট এবং খুলনাার কয়েকটি বিড়ি ফ্যাক্টরির ওপর অনুসন্ধান চালিয়ে দেখেছে— বিড়ি ফ্যাক্টরির বেশিরভাগ শ্রমিক নারী, এবং এরা ভীষণভাবে অরক্ষিত। অর্থনৈতিক অধিকার, স্বাস্থ্যগত অধিকার, মানবাধিকার —সবদিক থেকেই তারা বঞ্চিত। এদিক থেকে মালিকপক্ষের সবচেয়ে বড় অস্ত্র “আমরা সরকারকে বড় অংকের কর দিই।” ফলে একইসাথে প্রশ্ন চলে আসে সরকার এ সকল শ্রমিকদের জন্য কী দায়িত্ব পালন করছে? ফলোআপ নিউজ অনুসন্ধান করে আরো দেখতে পেয়েছে বিড়ি শ্রমিকরা কোনো ধরনের মাস্ক ব্যবহার করছে না। কেউ কেউ তাদের সন্তানকে পাশে শুইয়ে কাজ করছে। ছবিগুলো দেখালে সচেতন নাগরিক সমাজ চমকে গিয়েছে। কিন্তু এটাই আসলে চলছে যুগের পর যুগ ধরে।

বিড়ি শ্রমিকরা টাকা পায় কাজের পরিমাণ অনুযায়ী। ১০০০ বিড়ি তৈরী করলে তারা ৩০ টাকা পায়। এক হাজার বিড়ি তৈরী করতে দক্ষতাভেদে ১ ঘণ্টা থেকে ২ ঘণ্টা সময় লাগে। বিড়ি শ্রমিকদের কাজ শুরু হয় ভোর থেকে। টানা দশ থেকে বারো ঘণ্টা তারা এই ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত থাকে। তাদের কোনো ঝুঁকিভাতা নেই। পেনশন তো নেয়ই। তাদের জীবনমান নিয়ে মালিক বা শ্রমিক কারো কোনো মাথাব্যথা নেই। মালিকপক্ষ বরং টাকা খরচ করে সরকারের বিভিন্ন ইউনিট হাতে রাখতে এবং মাস্তান পুষতে।

বিড়ি ফ্যাক্টরিতে সাংবাদিক গেলে হেনস্থা করা হয়। শ্রমিকদের মধ্যে থেকে কেউ আওয়াজ তুললে তাকে মারধর করা হয়। প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন কেনো শ্রমিকদের পক্ষ এবং সাংবাদিকদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়?

# বিড়ি শ্রমিকদের নিয়ে ফলোআপ নিউজ-এর করা একটি প্রামাণ্যচিত্র দেখতে চোখ রাখুন। নিউজটি চলমান।

বিড়ি শ্রমিক
শাহীনূর বিবি, একজন বিড়ি শ্রমিক, নিজের ফুসফুসের এক্সরে প্লেটটি দেখাচ্ছেন, তিনি নানান শারীরিক সমস্যায় ভুগছেন।

সম্পর্কিত সংবাদঃ

বিড়ি কারখানার মোট শ্রমিক ৬৫ হাজার, অর্ধেকই শিশু

বিড়িশ্রমিক: কারখানার ‘জ্যান্ত জাহান্নামে’ যক্ষ্মার সঙ্গে বসবাস

মজুরিতে বিস্তর ফারাক বিড়ি শ্রমিকদের

বিড়ি শ্রমিকদের প্রকৃত সংখ্যা নিয়ে মিথ্যাচার হচ্ছে: প্রজ্ঞা

খুলনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

৫৮% বিড়ি শ্রমিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অবগত নন

বিড়ি কারখানায় কাজ করছে প্রায় ২০ হাজার শিশু শ্রমিক

গোপাল বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

বিড়ি ফ্যাক্টরিতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম

লালমনিরহাটের বিড়ি শ্রমিকরা দীর্ঘমেয়াদি জটিলতায়

নিরুপায় বিড়ি শ্রমিকরা তাকিয়ে প্রধানমন্ত্রীর দিকে

দেশে বন্ধ ১২৮ বিড়ি কারখানা

আজিজ বিড়ির ব্যবসা থেকে সজীব গ্রুপ

বিড়ি কারখানা থেকে ভারী শিল্পের নেতৃত্বে