দেশের বেশিরভাগ মন্দির থেকে ধাতব মূর্তি এবং বড় ঘণ্টাগুলো হারিয়ে গেছে

কৃষ্ণ মূর্তি

ফলোআপ নিউজ-এর অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দেশের বেশিরভাগ মন্দির থেকে ধাতব মূর্তি চুরি হয়ে গেছে। বিশেষ করে মূর্তি চুরি হয়ে গেছে। অনুসন্ধানে উঠে এসেছে— ধাতব মূর্তি চুরির এ কর্মের সাথে অনেকক্ষেত্রেই মন্দির কমিটির লোকজন জড়িত থাকে।  উদ্ধারের পর মূর্তিটি কোথায় রাখা হয়, সেটি নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের প্রশ্ন।

উদ্ধারের পর মূর্তিগুলো আবার কেনো মন্দিরে ফিরিয়ে দেওয়া হয় না? প্রত্নতত্ত্ব থেকে এগুলো হারিয়ে যাওয়ার নজির রয়েছে। অনেকক্ষেত্রে নকল একটি মূর্তি বানিয়ে রেখে আসলটি বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।

ফলোআপ নিউজ কয়েকটি এন্টিক শপে অনুসন্ধান চালিয়ে মন্দিরের ঘণ্টা এবং  মূর্তি সহ অনেক কিছু বিক্রি হওয়ার তথ্য পেয়েছে। অনেকক্ষেত্রে মোটা অংকের টাকার বিনিময়ে এগুলো বিদেশে পাচার করা হয়।

কৃষ্ণ মূর্তি
একটি এন্টিক শপে বিক্রির জন্য রাখা একটি ব্রোঞ্জের কৃষ্ণমূর্তি। ক্রেতা সেজে গেলে এই মূর্তিটির দাম চাওয়া হয়েছে কয়েক লক্ষ টাকা।

অনেকক্ষেত্রে মন্দির কমিটি এবং প্রত্বতত্ত্বের লোক মন্দিরের গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক এসব জিনিসপত্র বিক্রির সাথে জড়িত থাকে বলে অভিযোগ উঠেছে।

সম্পর্কিত সংবাদঃ

খুলনায় মন্দিরের তালা কেটে কৃষ্ণের মূর্তি চুরি

মন্দির থেকে ছয়টি মূর্তি চুরি

রাজনগরে সাড়ে তিনশ বছরের পুরনো মূর্তি চুরি

দেড়শো বছরের পুরোনো মন্দির থেকে মূর্তি-স্বর্ণালংকার চুরি

মানিকগঞ্জে মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরি, জঙ্গলে মিলল মূর্তি