জামিন পেয়েছেন ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেফতার হওয়া রিক্সাচালক

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

রিকশাচালক আজিজুর রহমান। ছবিঃ সংগৃহীত।

জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) সাব-ইন্সপেক্টর আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে মারধরের শিকার হন আজিজুর। পরবর্তীতে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। সেই মামলায় শনিবার ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠায়।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট আন্দোলনের সময় মামলার বাদী আরিফুল ইসলাম নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবমুখী মিছিলে অংশ নিয়েছিলেন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে আসামি (আজিজুর) গুলি চালান এবং পেট্রল বোমা ও হাতবোমা নিক্ষেপ করেন। একটি গুলি আরিফুলের পিঠে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।

গত ২ এপ্রিল আরিফুল বাদী হয়ে ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।