সাবেক ছাত্রলীগ আখ্যা দিয়ে বুয়েটের অনির্বান সাহাকে চাকরি (পররাষ্ট্র ক্যাডার) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

৪৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত হয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা অনির্বাণ সাহা। বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী সচিব অনির্বাণ সাহাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

অনির্বান সাহা। ছবিঃ অনলাইন।
সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুয়েট নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব হিসেবে গত ১৫ জানুয়ারি যোগদান করেছেন তিনি। তার রেজিস্ট্রেশন নম্বর-১৪০২৬২২১ এবং গেজেটের সিরিয়াল নম্বর-২৩।
এর আগে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত অনির্বাণ সাহার বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা তাদের এক স্মারকলিপিতে লেখেন, ‘অনির্বাণ ছিলেন বুয়েট ছাত্রলীগের আরেক সন্ত্রাসী সহসভাপতি ও নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে রয়েছে বুয়েটে অসংখ্য নির্যাতন ও মারধরের অভিযোগ।’