১. চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আর্থিক অপরাধ দমন অভিযানের ধারাবাহিকতায়, চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার বাই তিয়ানহুইকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২. ১.১ বিলিয়ন ইউয়ান ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
৩. শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযান ইতোমধ্যে ১৫ লক্ষাধিক সরকারি কর্মকর্তাকে শাস্তির মুখে ফেলেছে, এবং সম্প্রতি এটি আর্থিক খাতকে কেন্দ্র করে আরো তীব্র হয়েছে— যেখানে শত শত কর্মকর্তা ও নির্বাহী আটক হয়েছেন।

মোটা অংকের ঘুষ নেয়ার অপরাধে এক সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সালে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি চায়না সিটিক ফাইন্যানসিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বাই তিয়ানহুই।
এ সময়ের মধ্যে অবৈধভাবে ১৫ কোটি ৬০ লাখ ডলার ঘুষ নেন তিনি। সরকারি উচ্চপদে থাকার সুযোগ নিয়ে অবৈধভাবে এই বিপুল অর্থ গ্রহণ করায় গেল বছরের মে মাসে তাকে মৃত্যুদন্ড দেন আদালত।
পরবর্তীতে সর্বোচ্চে আদালতে আপিল করলেও তা খারিজ হয় এবং তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি দমন অভিযান পরিচালনা করছে শি জিং পিং প্রশাসন।
