ঝিনাইদহ পৌরসভার সামনে গোবিন্দ বিশ্বাস নামে একজন রিক্সাচালককে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট আখ্যা দিয়ে মারধর করা হয়েছে।

এমনকি পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হাতে লাল সূতো দেখে হিন্দু হিসেবে সণাক্ত করা হয় রিক্সাচালক গোবিন্দ বিশ্বাসকে। এরপর ‘র’-এর চর বলে ধুয়ো তুলে কয়েকজনে মারতে শুরু করে।
উল্লেখ্য, রিক্সাচালক গোবিন্দ বিশ্বাস মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন বলে জানা গিয়েছে।
