নিঃশ্বাসে কাতর তোমরা,
স্পর্শে মাতাল!
চাইছো, না বলি কিছু আর,
চারিদিকে শুধু
ঘনঘোর অন্ধকার;
জানি, আজ বা কাল
হবে না কোনো সকাল।
কলম ধরলেই
তোমাদের গায় লাগে,
মন্তব্য করো বোঝার আগে।
হয় হিন্দু কঁকিয়ে ওঠে;
নয়ত মুসলিম হুংকার ছাড়ে!
হিন্দু-মুসলিম অকারণে
ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলে
মানুষের ঘাড়ে।
দু’ পয়সার কোনো লাভ তো নেই
ওসব লিখে,
বরং হারাই আস্থা তোমাদের;
জোট বেঁধে তোমরা
শত্রু শত্রু খেলো,
তোমাদের জাত-ধর্ম
সব নাকি আমার কারণে গেল!
মিথ্যার মিছিলে আমিও
যোগ দিতে পারি,
পেতে পারি তৃপ্তি
এবং তুষ্টির সকল সামগ্রী।
তবু আমি সচেতনে একা,
পথটা নতুন, নির্জন।
নিঃশঙ্ক নই, ভয়হীন;
এখনো আশা রাখি
পাব মানুষের দেখা।
সব বুঝেও
অন্ধ প্রলয়ে না হারিয়ে লড়ছে যারা,
তারাই মানুষ, তারাই সর্বহারা।