Headlines

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যাবলি

মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত) 

  • গর্ভবতী সেবা।
  • গর্ভোত্তর সেবা।
  • এম, আর সেবা।
  • সাধারণ রোগীর সেবা।
  • ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা।
  • প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা।
  • ই,পি,আই সেবা।
  • ভিটামিন এ ক্যাপসুল বিতরণ।

 পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত) 

  • পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান।
  • খাবার বড়ি।
  • জন্মনিরোধক ইনজেকশান।
  • আই ইউ ডি / কপারটি।
  • ই সি পি।
  • কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা (২০) বিশ পয়সা।

অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত) 

  • সাধারণ রোগীর সেবা।
  • বয়:সন্ধিকালীন সেবা(কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)।
  • স্বাস্থ্য শিক্ষামূলক সেবা।

সিএসবিএ কর্তৃক প্রদত্ত সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা) 

  • বাড়ীতে স্বাভাবিক প্রসব সেবা।
  • নবজাতকের সেবা।
  • জটিলরোগী সনাক্তকরণ ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরণ।

তথ্য সূত্র 

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়