আকাশ আমার ভরলো আলোয়

রবীন্দ্র সঙ্গীত

আকাশ আমার ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে

আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে।।
আকাশ আমায় ভরলো আলোয়

ওরে পলাশ, ওরে পলাশ

রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস ।।
 আমার মনের রাগ রাগিনী
রাঙা হলো রঙিন তানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
 দখিন হাওয়ায় কুসুম বনের বুকের
কাঁপন থামে না যে
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে।।
ওরে শিরীষ, ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কণ্ঠে
আমার হৃদয় টেনে আনে
 আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়

ইউটিউবে গানটি শুনতে পারেন

অদিতি মহসিন

নির্ঝর চৌধুরি (এডিটর’স পিক)

সুবিনয় রায়