প্রিয়তম,
নিরন্তরের জন্য আমার অপেক্ষা কি শেষ হলো?
আমি কি তবে শুধু খুঁজেছি তোমাকে?
তুমি কি সেই যে মুক্তি এনে দেয়, জীবন খুঁজে দেয়,
আমার হয় তার মত করে, যে আমাকে ভালবাসায়,
আমার ভুল ধরে দেয় ভুলিয়ে,
সত্য শুনে কষ্ট পেয়ে হাসে।
যে হাসি আমাকে অপরাধী করে,
সে যখন বোঝে, নীরব থাকে; আমি লজ্জা পাই।
আমার সফলতায় সে সুখী হয়, ভীত হয়,
বিষাদের ছায়া হয়, আমার কিছু দুঃখ ভোলায়।
যে মেনে নেয়, বুঝে নেয়–
জীবন ভালবাসার জন্য, জীবন সত্যের জন্য।
জীবন হৃদয়ের কথা বলার জন্য, জীবন মুক্তির জন্য।
প্রিয়তম,
আমার গান তোমার গান
যদি না হয় ঐকতান
তবে মিছে কেন কাছে আসা?
দূরে গেলে তবু অটুট থাকে কিছু ভালোবাসা।
একজন স্বর্গবাসে, একজন হাওয়ায় ভাসে।
আমাদের মাঝে দেয়াল হয়ে দেখেছো কেমন ঈশ্বর হাসে?