প্রিয়তম ভালোবেসে আমায়
শিকল বেঁধে দিয়েছিল পায়,
বলেছিল,
সাগর পাড়ি দাও তুমি,
পারবে নিশ্চয়, আমি বিশ্বাস করি।
শিকল ছিড়ে পালাইনি আমি,
পারিনি-
নিজেকে আরো একটু গুটিয়ে নিয়ে
সংগোপনে সাগরটাকে
আড়ম্বরে টেনে এনেছি ঘরে।
প্রিয়তম এখন শুধু
আমায় দেখে অহমিকায়,
আমি তখন
সাগরটাকে সামলে নি অবলিলায়।
বলতে পারো, বিশ্বজগৎ তুচ্ছ করে
আমায় কি সে পেল কিছু?
জানল না সে, কখন জানি
মহাকাশ নিয়েছে আমার পিছু।