আমাদের মুক্তিযুদ্ধ হলো এক মহাসমুদ্রের মতো। সেই সমূদ্র থেকে স্বচ্ছ স্ফটিকের মতো এক আজলা জল তুলে এনেছেন “আওলিয়া খানম “।
লেখকের “একাত্তর এবং মুক্তিযোদ্ধা পরিবার ” বইটি মূলত পারিবারিক ইতিহাসভিত্তিক মহান মুক্তিযুদ্ধের একটি খণ্ড চিত্রের ক্যানভাস।
যেখানে লেখক অত্যন্ত দক্ষতার সাথে চিত্রিত করেছেন – তৎকালীন সময়ে বর্বর পাকিস্তানি হায়েনাদের নির্মম হত্যাকাণ্ড, বেচেঁ থাকার জন্য নিরন্তর ছুটে চলা মানুষের আকুতি, ভারতীয় ভূখণ্ডে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের আশ্রয় শিবির ইত্যাদি বিষয়গুলো।
পাশাপাশি লেখক প্রশ্ন তুলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানুষের বিভিন্ন চাওয়া – পাওয়ার অসমাঞ্জস্যতা নিয়ে।
সচিত্র বইটিতে দূর্লভ কিছু ছবি সংযোজন করায় বইটির গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে আরো বেড়েছে। সুন্দর মুদ্রণ, বাঁধাই ও প্রচ্ছদে গ্রন্থটি সবশ্রেনীর পাঠকের অবশ্য পাঠ্যগ্রন্থ হিসেবে বিবেচ্য।
প্রকাশকাল – ফেব্রুআরি, ২০১৭
প্রকাশক – সাহিত্য কথা
মূল্য – ১৫০ টাকা ।