ফলোআপ নিউজ অনলাইন পত্রিকার সাথে স্বেচ্ছাসেবী সংবাদদাতা হিসেবে কাজ করার সুযোগ
ফলোআপ নিউজ সাংবাদদাতা এবং সাংবাদিক —শব্দ দু’টির মধ্যে যে সুক্ষ্ম পার্থক্য রয়েছে, সে পথ ধরেই প্রতিনিধি নির্বাচন করতে আগ্রহী হয়েছে। সংবাদদাতা প্রাথমিক তথ্য উপস্থাপন করবে, সাংবাদিক সে সূত্র ধরে অনুসন্ধানসাপেক্ষে সংবাদভাষ্য তৈরী করবে। সংবাদদাতারা সবাই হবেন স্বেচ্ছাসেবী, আইনত কোনো বাধ্যবাধকতার সম্পর্ক পত্রিকার সাথে তাদের থাকবে না, কিন্তু তারাই হবেন পত্রিকাটির প্রাণ। সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে অনেক…