প্রকৃতি ফিরে পাচ্ছে তার সজীবতা // অসীম বিশ্বাস মিলন
কক্সবাজার সমুদ্রসৈকতে আনন্দে খেলিছে ডলপিন নেই আর ঘোলা জল; শুধুই চকচকে স্ফটিক নীল। নিউইয়র্কের আকাশে পরিষ্কার সাদা সাদা মেঘ টেমস-ভেনিস নদীতে ক্রীড়ায়রত অপূর্ব রাজহংস কোলকাতা নগরী নিশ্চুপ; যেন সেই তীলোত্তমা। আমাজনে নাচিছে ছোট-বড় সব তৃণ-বৃক্ষরাজি ইসরাইল, জম্বু-কাশ্মীর, আমেরিকা আজ নিশ্চুপ! ইরাক, ইরান, জার্মানি এবং চায়নার নেই বাহাদুরি ঢাকা শহর ধুলা-বালিহীন শান্ত; সীসামুক্ত বাতাস পৃথিবীর সমস্ত…
