
বাগেরহাটে রেল আবার চালু হবে?
শুভ দত্ত সৌরভ, বাগেরহাট ব্রিটিশ আমলে বাগেরহাটে রেল আসে। প্রথমে রেল বেজ তারপর ব্রড বেজ। বাগেরহাট থেকে খুলনা পর্যন্ত মোট ৯টি স্টেশন ছিল। বাগেরহাট, সরকারি পি.সি কলেজ, যাত্রাপুর, ষাটগম্বুজ মসজিদ, সামন্তসেনা, ফকিরহাট, কর্নপুর, বাহিরদিয়া ও রুপসা। বাগেরহাটে রেল রোডের সামনে তিতলী স্টোরের মালিক অসীম দত্ত ফলোআপনিউজকে বলেন, আমরা পিসি কলেজে যেতাম ট্রেনে করে। দীর্ঘদিন ধরে একের পর…