
পিওর ইট (pure it) পানির ফিল্টার যেভাবে কাজ করে, এবং মোট খরচের হিসেব
অনেকেই হয়ত ইউনিলিভারের এই পণ্যটি (পানির ফিল্টার) কিনেছেন বা কিনবেন। কিন্তু বেশিরভাগ লোকই এই ফিল্টারটির ব্যবহারবিধি জানেন না। অনেকেই মনে করে ফিল্টারটি কিনলেই কাজ শেষ। আসলে এটি একটি পাত্র মাত্র, যেটির সাথে রয়েছে কতগুলো আনুষাঙ্গিক উপকরণ, যেগুলোর সমন্বিত মাধ্যমে পানি বিশুদ্ধ হয়। যন্ত্রটির শুধু খাঁচাটি আপনি যতদিন খুশি ব্যবহার করতে পারবেন, বাকী উপাদানগুলি আপনাকে নির্দিষ্ট…