আমি আগলে রাখি তোমাকে তাই
প্রিয়তম, মহাকাশে তাকিয়ে থাকা মানে আসলে কি তা শূন্য নয়? শূন্য হতে আসে বৃষ্টি-বিজলি, আরো আসে মহাবিস্ময়। চমকিত মেঘে সকলে সচকিত চায়, আমার প্রিয়ার দুর্লভ দেহ বৃদ্ধের হৃদয়েও আজ কিছু কামনা জাগায়! প্রিয়তম, তুমি ছাড়া এত আপন কে আছে বলো, যাকে বলব আমার অন্যায় যত? তুমি কি জানো না, দেখনি কি কোনো বৃন্দাবন? কৃষ্ণের…