নতুন ধর্ম, নতুন ঈশ্বর
১ নিকৃষ্ট এ সময়, তবু আমি তৃপ্ত। জুতোর পাতলা হয়ে যাওয়া তল হতে পিনটা খুলে আবার পথ চলি অবিরাম, ছন্দে-তালে-লক্ষ্যে। সকালের ডিম সন্ধ্যেয়ও অক্ষত, শিশুটিও তবে কি আমার পিছু নিয়েছে? এই অকালে সংযম শিখেছে সেও জীবনের প্রথম বছর না পেরোতেই! আমার প্রতিচ্ছবি দিগুণ হয়ে আমাকে ভোলায়! কত দুঃখ দিতে পারো তুমি? সব ফিকে তুমি যত,…