সবই সবারই জন্য – স্বাধীনতা তুমি
একমুঠো মাটি যদি পারো বানাতে। মোরা গোটাবিশ্বটাকে তুলে দেবো তোমারই হাতে!! তখন তুমি বোলো, ‘সবকিছু তোমার!’ সবই সবারই জন্য, একথা কেউ বলবে না আর!! আমার জীবনটা নয় আমার! এটা যেন পুঁজিবাদীর বাজার!! বিলিয়ে দেও আপনার আছে যত ভালোবাসা! জেগে উঠুক মানবের জীবনে সকল আশা!! মন খুঁজিস কারে?! তোরেই খুঁজে পেলাম না রে!! খুব কম মানুষ…