নিজেকে হারাই: কানামো কাহিনী (পঞ্চম-সপ্তম এবং শেষ পর্ব)
মনে হচ্ছিল, কানামো আমাকে এখান থেকে যেতে দেবে না। আমি যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিলাম কানামোর আড়ালে যাবার জন্য। মনে হচ্ছিল, যেন-যদি এক ছুটে, এক নিমিষে কানামোর আড়ালে চলে যেতে পারতাম আমি। আমার এই ট্রমা যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই ডানে মোড় নিয়ে কানামোর আড়ালে চলে গেলাম। অস্তমিত সূর্যের লাল আভায় চারদিক তখন রঞ্জিত। আভায়…
