
যত কম কিনবেন জীবন তত সহজ থাকবে
নতুন কিছু দেখলেই আমাদের তা কিনতে ইচ্ছে করে। অনেক সময়ই প্রয়োজন বিবেচনার চাইতে ইচ্ছেটাই মুখ্য হয়ে ওঠে। কিছু কিনলে সবসময় কিন্তু সমস্যা কমে না, অনেক সময় সমস্যা বাড়ে। বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি হয়। শখের জিনিসপত্রের ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয়। ধরেন, হঠাৎ মনে হল- ফ্যামিলিতে একটি ওভেন দরকার। আট হাজার…