“কষ্ট পাচ্ছি, তবে অভিজিতের পিতা হতে পেরে গর্বিত”
অজয় রায় সব সময় ঘরের কোণে পড়ে থাকা ক্রিকেট ব্যাটটির দিকে তাকিয়ে থাকেন, তার মনে পড়ে যায়, খেলোয়াড়টি আর বেঁচে নেই। অজয় রায়ের পুত্র, অভিজিত রায়, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার, এসেছিলেন তার অসুন্থ মাকে দেখতে। বইমেলা থেকে ফেরার পথে তিনি মৌলবাদীদের হাতে খুন হন। অভিজিতের পিতা অজয় রায়, ৮০, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক…