
জীবন এখানেই শেষ নয় – আন্দ্রেস এস্কবার
১৯৯৪ সালের ঘটনা। ফুটবল বিশ্বকাপে কলোম্বিয়া সে বছর আমেরিকার কাছে হেরে যায়। ঐ খেলাতে আন্দ্রেস এস্কবারের পায়ে লেগে একটি আত্মঘাতী গোল হয়েছিল। কলোম্বিয়া হেরে গিয়েছিল ২-১ গোলে। ঐ হারের দুই সপ্তাহ না যেতেই এস্কবারকে মেডলিনের একটি রেস্টুরেন্টএ ২ জুলাই ১৯৯৪ তারিখে গুলি করে হত্যা করা হয়। কলোম্বিয়া তখন সন্ত্রাস এবং জুয়ার দেশ হিসেবে পরিচিত। ধারণা…