বিলিয়ে এসেছি সব // শাহিদা সুলতানা
যেখানে থাকি সেখানেই বিলিয়ে আসি সব— সারারাত জেগে জেগে, কবিতার খাতা, পান্ডুলিপির খসড়া, রোজনামচার মেঘগুলো টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়ে আসি বন্দরে বন্দরে, অন্ধকারে অথই নদীর জলে, আকাশের নীলে— ভ্রমনের শেষে, এই অবেলায় এসে তাই মলিন সঞ্চয়ে কিছু নেই— না স্মৃতি! না স্বপ্ন! শাহিদা সুলতানা
