অন্যান্য পণ্যের মতো স্বর্ণ ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র থাকে না
পণ্য হাত বদলের ইতিহাস থাকে ক্যাশ মেমোতে। বাংলাদেশে খুচরো বিক্রির ক্ষেত্রে মেমো দেওয়ার রীতি সীমাবদ্ধ হলেও পাইকারি কেনাবেঁচায় মেমো থাকে। কিন্তু স্বর্ণ এক্ষেত্রে ব্যতিক্রম। ফলেআপ নিউজ এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে কথা বলেছে। তারা (ব্যবসায়ীরা) কোনো মেমো বা চালান দেখাতে পারলেন না। বাগেরহাট জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক নীলয় ভদ্র জানালেন— স্বর্ণ মানুষ বিক্রি করে, ফলে…