“আমার বোরখার নিচে লিপস্টিক” কী আছে এ ছবিতে?
পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের, বিশেষত মুসলিম নারীদের যৌনেচ্ছা নিয়ে তৈরি একটি নারীবাদী ফিল্ম এটি। তবে চলচ্চিত্রটি এখনো ছাড়পত্র পায়নি। ভারতের একটি ছোট শহর ভোপালে চারজন নারীর যৌন কল্পনা ও চলাফেরাকে কেন্দ্র করে গড়ে ওঠা ছবিটি সেন্সর বোর্ড কর্তৃক প্রত্যাখাত হয়েছে, বিষয়টিকে অনেকে বলছেন, ছবিটি অতিমাত্রায় ‘লেডি ওরিয়েন্টেড’, হয়ত বিষয়টি সেন্সর বোর্ড নিতে পারেনি৷ অলঙ্কৃতা শ্রীবাস্তবের ছবিতে…