দেশের সামগ্রিক উন্নতিতে এখন প্রয়োজন বিকাশমান গ্রামীণ অর্থনীতি
স্বাধীনতার পর পর অজপাড়াগাঁ বলতে যা বোঝাত সে বাংলাদেশ এখন আর নেই। গ্রামীণ রাস্তা বলতেই এক সময় বোঝাতো কাঁচা রাস্তা, তবে সে বাস্তবতা এখন অতীত। দুর্গম, এমনকী উপকূলীয় অঞ্চলের গ্রামও এখন পাকা সড়ক দিয়ে সংযুক্ত হয়েছে শহরের সঙ্গে। মাত্র এক দশক আগেও অধিকাংশ গ্রামে বিদ্যুৎ ছিল না, এখন সেসব গ্রামে বিদ্যুতের আলো ঝলমল করে। কোনো…