মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার // শাহরিয়ার কবির
শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের আন্দোলনের বয়স এখন তিরিশ বছর। মহাকালের ইতিহাসে তিরিশ বছর মহাসমুদ্রে একটি বুদবুদের মতো মনে হলেও সমকালের ইতিহাসে একটি চলমান নাগরিক আন্দোলনের জন্য এই সময় কম নয়। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি দেশের এক শ’ একজন বরেণ্য নাগরিক কর্তৃক স্বাক্ষরিত এক ঘোষণার মাধ্যমে…