মার্কিন ডলার কি অন্য দেশের টাকা হাতিয়ে নেয়?
মার্কিন ডলার (USD) সরাসরি কোনো দেশের কাছ থেকে টাকা “হাতিয়ে নেয়” না। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এমন কিছু প্রক্রিয়া আছে, যেগুলো যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর অর্থ থেকে তুলনামূলকভাবে বেশি সুবিধা নিতে দেয়। এগুলোকে অনেক অর্থনীতিবিদ “ডলার হেজেমনি” বা “ডলার প্রিভিলেজ” বলে থাকেন। ১. ডলার হলো বৈশ্বিক রিজার্ভ মুদ্রা বিশ্বের মোট বৈদেশিক রিজার্ভের প্রায় ৬০%-এর বেশি ডলারে…
