বজ্রপাতে ৩ শতাধিক বল্গাহরিণের মৃত্যু
নরওয়ের একটি জাতীয় উদ্যানে এক বজ্রপাতে ৩২৩টি বল্গাহরিণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রোববার নরওয়ের পরিবেশ সংস্থার প্রকাশ করা ছবিতে বল্গাহরিণগুলোর মৃতদেহ দেশটির হারদানগেরভিদা জাতীয় উদ্যানের একটি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে সিএনএন। উদ্যানটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে মালভূমি ধরনের এই উদ্যানটিতে ইউরোপের মধ্যে…