”টিচ ফর বাংলাদেশ” প্রজেক্ট পরিচালিত স্কুলের শিশুদের সাথে একদিন
”ভীড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ, ছোট ছোট শিশুদের শৈশব কেড়ে নিয়ে গ্রন্থকীটের দল বানায় নির্বোধ” নচিকেতার এ গানটির রেশ ধরেই দেখতে গিয়েছিলাম কংক্রিট আর সমাজ-সংসারের ইমারতের নীচে চাপা পড়ে থাকা একগুচ্ছ ফুলের মত ফুটে থাকা কোমল শিশুদের। ”টিচ ফর বাংলাদেশ” প্রজেক্টের সাথে যুক্ত সদ্য বিসিএস (প্রশাসনে) সুপারিশপ্রাপ্ত শামিমা…
