সাপে কামড়ালে করণীয়
সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে, এবং এন্টিভেনম ইনজেকশন দিতে হবে। সাপের এন্টিভেনম মূলত মিশ্র প্রকৃতির হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, এন্টিভেনম একই হবে। তাই সাপ চেনা জরুরী নয়, ওতে শুধু শুধু সময় নষ্ট হবে। ওঝা বা ঝাড়ফুঁকের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরী। ভুল হাসপাতালে না গিয়ে ফোন করে…
