সিগারেট এবং চা খেলে হাঁচি বাড়ে। কোন ধরনের সিগারেট এবং চা খেলে অসুবিধা হবে না?
হাঁচি হচ্ছে “এলার্জিক রিফ্লেক্স”। চা বা সিগারেট নিজে খুব দোষী না, বরং ভিতরের রাসায়নিক ও গন্ধের কণাগুলো নাকের স্নায়ুকে বিরক্ত করে। তাই প্রশ্নটা আসলে এরকম: “কোনটা কম বিরক্ত করবে?” সিগারেটের ক্ষেত্রে সোজা কথা: “কোন সিগারেট খেলে অসুবিধা হবে না?” উত্তর: এমন সিগারেট নেই। সব সিগারেটে ধোঁয়া + নিকোটিন + টার + গন্ধ থাকে। এগুলো নাক,…
